শিরোনাম
২০ নভেম্বর, ২০১৮ ১৮:৫১

নির্বাচনে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে কঠোর থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

নির্বাচনে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে কঠোর থাকার নির্দেশ

প্রতীকী ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ অস্ত্রের যাতে অবৈধ ব্যবহার না হয়, সে বিষয়ে কঠোরভাবে তদারকি করতে চট্টগ্রামের বিভাগের ১১ জেলায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগীয় বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।  

সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান একটি চলমান বিষয়। এটি চলমান থাকবে। কিন্তু এর বাইরে বৈধ অস্ত্রও অনেক সময় অবৈধভাবে ব্যবহার হওয়ার অভিযাগ আছে। এ অবৈধ ব্যবহার ঠেকাতে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং নির্বাচনের পরও যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে ব্যাপারে নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে বলা হয়েছে।’  

তিনি আরো বলেন, ‘জঙ্গিরা যাতে নির্বাচনে নাশকতা না করতে পারে, সেজন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তাছাড়া নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিচ্ছে সবাই সেভাবে কাজ করছে।’   

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পুলিশ, র‌্যাব, বিজিবি কর্মকর্তা, ১১ জেলার প্রশাসক, পুলিশ সুপার, সহকারি রিটার্নিং অফিসারসহ (ইউএনও) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 


বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর