৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৭

চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর ও শেরশাহ কলোনি এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ দুই এলাকার বাসিন্দারা প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছেন পার্শ্ববর্তী সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। দুই হাসপাতালে গত এক সপ্তাহে শিশু, নারীসহ ডায়রিয়া আক্রান্ত প্রায় শতাধিক রোগী ভর্তি হয়েছেন।  

তবে, বিশুদ্ধ পানির অভাব বা রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো আক্রান্তের সংখ্যা পাওয়া যায়নি। কি কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে সেটি তদন্ত করে বের করা হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে ২৮ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু রোগী ২১ জন। আজ বৃহস্পতিবার শিশু ওয়ার্ডে ভর্তি আছেন ১৩ জন ও মেডিসিন ওয়ার্ডে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।  

সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. জয়ব্রত দাশ বলেন, মেডিসিন বিভাগে ভর্তি হওয়া ৫২ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ৩০ রোগী হাসপাতাল ছেড়েছেন। তাছাড়া আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসকে জানানো হয়েছে। ইতোমধ্যে আমরা একটি ডায়রিয়া প্রতিরোধ সেল ও দুই সদস্যের কমিটি গঠন করেছে।’

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক এমএ কাদের বলেন, ‘গত এক সপ্তাহে ৩০ জনের অধিক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর