৬ ডিসেম্বর, ২০১৮ ২১:০৪
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

মহিউদ্দিন চৌধুরী ছিলেন দাবি আদায়ের প্রতীক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মহিউদ্দিন চৌধুরী ছিলেন দাবি আদায়ের প্রতীক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনগণের পক্ষে ন্যায্য দাবি আদায়ের অনন্য প্রতীক। তাঁর জীবনের প্রতিটি পরতে পরতে ছিল সংগ্রাম আর আন্দোলন। আর সবক’টি আন্দোলনই ছিল সাধারণ মানুষের দাবি নিয়ে। ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘুর্নিঝড়ে যেমন দেখেছি কাঁধে মানুষের লাশ নিয়ে দাফন করতে, তেমনি দেখেছি শিল্প কারখানার আগুনে পুড়ে যাওয়া মানুষের লাশ উদ্ধারে তৎপর থাকতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ‘সাংবাদিকবান্ধব এবিএম মহিউদ্দিন চৌধুরী’ শীর্ষক স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, আলোচক ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরীর সন্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাসিনা মহিউদ্দিন, দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক।

প্রধান অতিথির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনগণের নেতা। তার বাসাটা যে সব সময় নেতাকর্মীর সমারোহে ভরপুর থাকত, এটিই তার গ্রহণযোগ্যতার প্রমাণ। একজন জননেতার জন্য এটি অনেক বড় পাওনা।’  

প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, চট্টগ্রাম সব ধরনের আন্দোলন-সংগ্রাম, পেশাজীবীদের সমস্যাসহ যে কোন সমস্যায় তিনি অগ্রণী ভুমিকা পালন করতেন। কেবল চট্টগ্রাম নয়, দেশেও আরেকজন মহিউদ্দিন চৌধুরী খুঁজে পাওয়া দুস্কর হবে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর