১২ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৯

সন্ত্রাসী-অস্ত্র পরিবহন ঠেকাতে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সন্ত্রাসী-অস্ত্র পরিবহন ঠেকাতে চেকপোস্ট

ফাইল ছবি

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বুধবার থেকে পুলিশ নগরের প্রবেশমুখ সমুহে চেকপোস্ট স্থাপন করে।

এর মধ্যে আছে নগরের প্রবেশ পথ একে খান মোড়, কর্ণফুলী সেতু মোড় ও মোহরা মোড়। এ সব মোড় দিয়ে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার মানুষ নগরে  প্রবেশ করে থাকে।   

পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসী নাশকতা করতে না পারে সেজন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর