Bangladesh Pratidin

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:১৪ অনলাইন ভার্সন
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:১৯
নওফেলের সাথে ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
নওফেলের সাথে ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারির বৈঠক

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট সমর্থিত ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ আবু জাকি। আজ বুধবার বিকালে নগরের চশমা হিলের বাসভবনে তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বৈঠক শেষে ব্যারিস্টার নওফেল গণমাধ্যমকে জানান, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ নির্বাচনে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচনে দলটি প্রভাব রাখতে পারে কিনা, সে বিষয়ে আবু জাকি জানতে চেয়েছেন। তবে আমি তাকে বলেছি, জামায়াত এখন বিএনপিতে একীভূত হয়ে গেছে। সেখান থেকে তারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করতেও পারে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow