১৮ ডিসেম্বর, ২০১৮ ২১:১২

চট্টগ্রামে শিকল বাঁধা থেকে ৩ শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে শিকল বাঁধা থেকে ৩ শিশু উদ্ধার

প্রতীকী ছবি

তিনজন শিশুকে শিকল বেঁধে, তালা মেরে রাখা হয়েছে। তাও নিজেরই সন্তান। কেবল একদিন নয়, তিনদিন। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পাঠানটুলীর নজির ভাণ্ডার লেন এলাকায়। পাষাণ মাদকাসক্ত পিতাই এমন কাণ্ড ঘটিয়েছেন। 

শিকলে বাধা থাকা তিন শিশু হলো- বোরহান আরজু (৯), তার ছোট ভাই ইনান উদ্দিন আরমান (৭) ও বোন জান্নাতুল সাদিয়া বৃষ্টি (৫)। তাদের মা কুলসুমা আক্তারের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।       

কুলসুমা আক্তার বলেন, ‘আমার ৯ বছরের শিশু বোরহান আরজুকে গলা পেঁচিয়ে ডান হাতের কব্জি পর্যন্ত শিকলে বাঁধা। শিকলে লাগানো হয়েছে বড় একটি তালা। হালকা দেহের শিশুটি শিকল ও তালার ভারে দাঁড়াতে পারছে না। একইভাবে তার ছোট দুই ভাইবোনকেও আটকে রাখা হয়। আটকে রেখে মাদকাসক্ত  বাবা তাদের নির্যাতনও করে।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পরই আমরা একটি কক্ষ থেকে ওই তিন শিশুকে উদ্ধার করি। এর মধ্যে বড় ছেলের কাঁধ থেকে ডান হাতের কব্জি পর্যন্ত শিকলে বাঁধা ও বড় একটি তালা মারা ছিল। এমন অবস্থা থেকে তাদের তিন ভাই বোনকে উদ্ধার করা হয়।  তবে তাদের পিতা শাহেদ মিয়াকে পাওয়া যায়নি। তাকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর