Bangladesh Pratidin

প্রকাশ : ৯ জানুয়ারি, ২০১৯ ১৮:১৯ অনলাইন ভার্সন
চট্টগ্রাম বন্দরে নিট আয় ৩৭ শতাংশ বৃদ্ধি
ফারুক তাহের, চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দরে নিট আয় ৩৭ শতাংশ বৃদ্ধি
ফাইল ছবি

দেশের রাজস্ব আয়ের সূতিকাগার চট্টগ্রাম বন্দরে গত অর্থবছরে (২০১৭-১৮) কর-পরবর্তী নিট আয় বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। উল্লেখিত অর্থবছরে বন্দরের নিট আয় হয়েছে ৮৬৮ কোটি টাকা। এর আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৬৩৩ কোটি টাকা। 

একবছরে বন্দরের আয় বেড়েছে ২৩৫ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বন্দরে মোট রাজস্ব আয় (অপারেশনাল ও নন-অপারেশনাল) হয়েছে ২ হাজার ৭১৭ কোটি টাকা। এখান থেকে ব্যয় হয়েছে ১ হাজার ৪১৫ কোটি টাকা। আয়কর বাবদ সরকারকে পরিশোধ করা হয় ৪৩৪ কোটি টাকা। ফলে মোট রাজস্ব থেকে এই দু'টি ব্যয় বাদ দিয়ে নিট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৮ কোটি টাকায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের মোট রাজস্ব আয়ের ৮০ শতাংশই আসে পণ্য হ্যান্ডলিং থেকে। অন্যান্য আয়ের মধ্যে রয়েছে জাহাজ, গুদাম, জমি ও নদী ভাড়াসহ বিবিধ খাত। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে মোট পণ্য হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ৩০ লাখ টন। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৮ কোটি টন। এ হিসাবে বন্দরে পণ্য উঠা-নামা বেড়েছে ১৬ শতাংশ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow