১৪ জানুয়ারি, ২০১৯ ১১:১২

যানজট এড়াতে চট্টগ্রামে চালু হচ্ছে নৌরুট

অনলাইন ডেস্ক

যানজট এড়াতে চট্টগ্রামে চালু হচ্ছে নৌরুট

ফাইল ছবি

বন্দরনগরী চট্টগ্রামে যানজট এড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবার সেখানে চালু করা হচ্ছে নতুন নৌপথ।

আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট নিরসনে সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ।

একইসঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেয়ার ব্যবস্থায়ও রাখা হচ্ছে।

তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দরের দূরত্ব ১৮ কিলোমিটার। স্বাভাবিক গতিতে যানবাহনের মাধ্যমে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা সর্বোচ্চ ২৫ থেকে ৩০ মিনিট। কিন্তু নগরীর বেশ কিছু পয়েন্টে যানজটের কারণে এই রাস্তা পাড়ি দিতে সময় লাগছে দু'ঘণ্টা। 

এতে সাধারণ যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে যাত্রীরা ব্যর্থ হচ্ছেন।

অসহনীয় এ যানজট থেকে পরিত্রাণের জন্য সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত নৌপথ চালু করা হচ্ছে। চট্টগ্রাম সদরঘাট ও পতেঙ্গায় এ উপলক্ষে চালু করা হচ্ছে জেটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নৌপথ চালু করতে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য একটি সরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রথম পর্যায়ে এ নৌপথে যাত্রী পরিবহনের জন্য চারটি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুম এবং নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সময় নৌপথে চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর