১৭ জানুয়ারি, ২০১৯ ২১:১৭

বিপিএল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সিএমপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিপিএল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সিএমপির

প্রতীকী ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ ঘিরে পাঁচস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত পোশাকের  পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা টিম, সিটি স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন এজেন্সি। স্ট্যান্ডবাই থাকবে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট। কাজ করবেন প্রায় ৫ হাজারের মতো পুলিশ ফোর্স।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বৃহস্পতিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের কমিশনার কার্যালয়ে আয়োজিত নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ প্রমুখ।    

সিএমপি কমিশনার বলেন, ‘বিপিএল নিয়ে বিভিন্ন সংস্থাকে নিয়ে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। তাদের সঙ্গে আলোচনা করেছি। খেলোয়াড়দের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে আসা, হোটেল থেকে মাঠে নিয়ে যাওয়া সব বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’  

এদিকে স্টেডিয়ামে নিরাপত্তার বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে সিএমপি। এর মধ্যে আছে- ব্যাগ, ব্যাকপ্যাক, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, অ্যালকোহল, পানির বোতল (কাঁচের বোতল বা টিনের ক্যান), মার্বেল পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তাছাড়া আগ্নেয়াস্ত্র, খেলনা আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক, চাকু, ছুরি, ধারালো অস্ত্র, লাঠি, পাথর নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার, লেজার পয়েন্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী বক্তব্য সম্বলিত ব্যানার-পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। নিরাপত্তাকর্মীদের নিকট বিপদজনক বিবেচিত কোন জিনিস নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর