২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৩৮

চট্টগ্রামে মাদ্রাসার ছাত্রীদের জঙ্গি বিরোধী শপথ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে মাদ্রাসার ছাত্রীদের জঙ্গি বিরোধী শপথ

চট্টগ্রামের জঙ্গি বিরোধী অবস্থানে থাকার শপথ নিয়েছেন তিন শতাধিক মাদ্রাসা ছাত্রী। সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপটার আয়োজিত ‘জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশে’ এ শপথ নেন ছাত্রীরা। রবিবার সকালে চট্টগ্রাম নগরীর হুমায়রা (রা.) মহিলা ফাজিল মাদরাসায় এ শপথ অনুষ্ঠিত হয়।

সুচিন্তার চট্টগ্রাম বিভাগীয় চ্যাপটারের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ নুরুল আবসার, মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ ইউনুস প্রমুখ।

শপথ অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং মানুষ বেশি নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা।’

জিনাত সোহানা চৌধুরী বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা, ভুলব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা দিয়ে আমাকে, আপনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদের প্রতি সজাগ থাকতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর