২৪ জানুয়ারি, ২০১৯ ১৮:৫০

চট্টগ্রামে ইটভাটা থেকে ৫০০ মণ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ইটভাটা থেকে ৫০০ মণ কাঠ জব্দ

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার কেবিসি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে জ্বালানি নিষিদ্ধ ৫০০ মণ কাঠ জব্দ করা হয়েছে। আজ বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঠগুলো জব্দ করা হয়।  এ সময় ইটভাটার ম্যানেজার মো. সোহেলকে (৪০) আটক এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।     

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মতে ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। কিন্তু এ ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা এবং ইটভাটার মালিককে আটক করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষ নিধন ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর