১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৯

আত্মহত্যার আগে মিতুর সঙ্গে ডা. আকাশের হাতাহাতি হয়: পুলিশ

অনলাইন ডেস্ক

আত্মহত্যার আগে মিতুর সঙ্গে ডা. আকাশের হাতাহাতি হয়: পুলিশ

ফাইল ছবি

আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে ডা. মোস্তফা মোরশেদ আকাশের সঙ্গে হাতাহাতি হওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে মিতু।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান- প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর সঙ্গে রাতে ঝগড়া করেন আকাশ। ভোর ৪টার দিকে তার স্ত্রী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। এর পর আকাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একপর্যায়ে নিজের শরীরে ইনজেকশন পুশ করে বিষপ্রয়োগ করেন।

একাধিক পুরুষের সঙ্গে স্ত্রী মিতুর পরকীয়া কুরে খাচ্ছিল ডা. মোস্তফা মোরশেদ আকাশকে। যন্ত্রণা এতটা প্রকট হয়ে উঠেছিল যে, শেষ পর্যন্ত স্ত্রীকে পাপের পথ থেকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ সম্ভাবনাময়ী এ চিকিৎসক।

প্রসঙ্গত, চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসা থেকে সকালে ডা. মোস্তফা মোরশেদ আকাশের লাশ উদ্ধার করে পুলিশ। ডা. আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগে চিকিৎসা কর্মকর্তা ছিলেন। তিনি চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হন তার স্ত্রী তানজিলা হক মিতু।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর