১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৩

'নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা না থাকলে এগিয়ে যাওয়া অসম্ভব'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা না থাকলে এগিয়ে যাওয়া অসম্ভব'

ফাইল ছবি

নতুন প্রজম্মের মধ্যে আধুনিকতা ও মানবিকতা না থাকলে দেশেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শুক্রবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘মানবিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র মাধ্যমে সরকার চেষ্টা করছে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে। যারা এ তহবিলে সহায়তা করছে, সরকার তাদেরকে করমুক্ত সুবিধা দিচ্ছে। অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই।

মানবিক মেলা সম্পূর্ণ একটি নতুন ফরমেট। চট্টগ্রামের অনেক সংগঠন স্ব স্ব অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের কাজগুলো জনসম্মুখে আনার সুযোগ হয়নি। পূর্বকোণ কর্তৃপক্ষ সেটি করে দিয়েছে। এ মেলার মাধ্যমে একই ছাদের নিচে ৫০টি সংগঠনকে একত্রে এনেছে তারা।

শুভেচ্ছা বক্তব্যে পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য পূর্বকোণ পরিবার নিরলসভাবে কাজ করছে। যারা এ জনপদের পরিবর্তনের কারিগর, তাদেরকে সকলের কাছে পরিচিত করার জন্যই এ আয়োজন।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর