১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:৩৩

চট্টগ্রামে স্বতন্ত্রসহ আওয়ামী লীগের ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বতন্ত্রসহ আওয়ামী লীগের ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেষ দিনে সোমবার চট্টগ্রাম উত্তরের ৭ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভিন্ন উপজেলায় একই সাথে ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তরের সাতটি উপজেলায় আওয়ামী লীগের ৭ জন উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্রসহ ৮জন  মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মিরসরাইয়ে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ জসীম উদ্দিন, রাউজানে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারীতে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম একক মনোনয়নপত্র জমা দিলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান একাধিক জমা দেন। ফটিকছড়তে আওয়ামী লীগের নাজিম উদ্দিন মুহুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগ নেতা আবু তৈয়ব, রাঙ্গুনীয়াতে আওয়ামী লীগের খলিলুর রহমান, সন্দ্বীপে শাহাজান, সীতাকুন্ডে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে উত্তর জেলা যুবলীগ সভাপতি এসএম আবদুল্লাহ আল মামুন। 

অন্যদিকে, মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী, রাউজানে ভাইস চেয়ারম্যান পদে আলহাজ নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম মিনা এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া বাকি উপজেলায় একাধিক মনোনয়নপত্র জমা দেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ৮ জন উপজেলা চেয়ারম্যান পদে ফরম জমা দেয়া হলেও ভাইস চেয়ারম্যান পদে বিস্তারিত জানা যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিউজ্জামান বলেন, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২০ মার্চ প্রার্থীদের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর