১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৪

চট্টগ্রামে ৩২০ তরুণ চিকিৎসক নিয়ে ব্যতিক্রমী সম্মেলন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে ৩২০ তরুণ চিকিৎসক নিয়ে ব্যতিক্রমী সম্মেলন

প্রতীকী ছবি

চট্টগ্রামে প্রথমবারের মতো তরুণ-নবীন চিকিৎসকদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘মেডিকেল ক্যারিয়ার : প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট’ শীর্ষক ব্যতিক্রমী সম্মেলন। দেশের সরকারি-বেসরকারি ১৯টি মেডিকেল কলেজ হাসপাতালের ৩২০ তরুণ চিকিৎসক অংশগ্রহণ করবেন এ সম্মেলনে।

মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘ইয়াং সোশ্যাল এক্টিভিজম বাংলাদেশ’ (ওয়াই স্যাব) এ সম্মেলনের আয়োজন করছে। আগামী ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে নগরের ইউএসটিসির মাওলানা ভাসানী অডিটরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে।       

ওয়াই স্যাব সূত্রে জানা যায়, সম্মেলনে বিষয় ভিত্তিক পাঁচজন অভিজ্ঞ বরেণ্য বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে ‘রোড টু পোস্ট গ্রেজুয়েশন’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিচার্স ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, ‘ক্যারিয়ার ভার্সেস স্ট্রেস’ বিষয়ে উপস্থাপন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ডা. মুহিব্বুর রহমান রাফি, ‘পাবলিক হেলথ, হেলথ এডমিনিস্ট্রেশন এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ে উপস্থাপন করবেন ডা. মোহাম্মদ আসিফ খান, ‘মেডিকেল এডুকেশন এন্ড ক্যারিয়ার ইন ইউএসএ’ বিষয়ে উপস্থাপন করবেন ডা. মোহাম্মদ মোরশেদ আলম খান, ‘রোড টু এমআরসিপি’ বিষয়ে উপস্থাপন করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম আমানত উল্লাহ।           

ওয়াই স্যাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ‘আমরা যারা তরুণ-নবীন চিকিৎসক আছি, তারা গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন। সম্পূর্ণ ব্যতিক্রমী এই  আয়োজন তরুণ চিকিৎসকদের আগামীর পথ অন্বেষণ এবং ভবিষ্যত সিদ্ধান্ত নিতে অনেক বেশি সহায়ক হবে। দেশেই তৈরি হবে বিশেষজ্ঞ চিকিৎসক।’    

তরুণ চিকিৎসক-সম্মেলনে যোগ দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইউএসটিসি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ; চট্টগ্রাম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ডেন্টাল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, রাঙামাটি মেডিকেল কলেজ ও সাভার এনাম মেডিকেল কলেজের ৩২০ শিক্ষার্থী।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর