১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২৪

চট্টগ্রামে বিক্রয় নিষিদ্ধ ও নকল ওষুধ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


চট্টগ্রামে বিক্রয় নিষিদ্ধ ও নকল ওষুধ ধ্বংস

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে বিপুল পরিমাণ নকল, বিক্রয় নিষিদ্ধ বিদেশি ও সরকারি ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাঙ্গুনিয়ায় শান্তিরহাট ও সরফভাটা এলাকার চারটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক কামরুল হাসান।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘চারটি ফার্মেসিতে অভিযান চালিয়ে একাধিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নকল ট্যাবলেট ও চেতনানাশক ইনজেকশন ওষুধ জব্দ করা হয়। নকল, বিক্রিয় নিষিদ্ধ বিদেশি ও সরকারি ওষুধ বিক্রির দায়ে এসব ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা ও ওষুধগুলো ধ্বংস করা হয়।’

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর