২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৬

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ছিনতাই চক্রের হোতা আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' ছিনতাই চক্রের হোতা আহত

প্রতীকী ছবি

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন নগরীর ছিনতাই চক্রের অন্যতম হোতা আলমাস হোসেন ইমন। মঙ্গলবার রাতে নগরীর নন্দনকানন বোস ব্রাদার্স মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি ইমন চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, মঙ্গলবার রাতে বোস ব্রাদার্স এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একদল ছিনতাইকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আলমাস।

জানা যায়, আলমাসের একটি বড় ছিনতাই গ্রুপ আছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায়। এ  ছিনতাই চক্রের সদস্যরা পথচারী কিংবা টার্গেট করা ব্যক্তিকে জিম্মি করে ছিনতাই করে। রেকিতে থাকা ছিনতাইকারীরা মূলদলের ব্যাকআপ দল হিসেবে ব্যবহৃত হয়। 

গত ২০ অক্টোবর ভোরে নগরীর জামালখান মোড়ে ট্রাফিক পুলিশের সদস্য বাবলা বিশ্বাস ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গেলে তারা বাবলাকে ছুরিকাঘাতে আহত করে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর