২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২৫

চট্টগ্রামে শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

রাতের কৃত্রিম ঝলমলে আলো। আলোর ঝিলিকের সঙ্গে ক্রমেই যেন মিশে যাচ্ছে বাহারি ফুলের রং। ফুলের বিচ্ছুরিত সুগন্ধ যারপরনাই আন্দোলিত করছে। আলোড়িত সবার মন-প্রাণ। মধ্য রাতের উষ্ণ বাতাস আর হিমেল হাওয়ায় তৈরি হয়েছে এক নান্দনিক আবহ। এই আমেজে ভর করে বায়ান্নের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলেন সব শ্রেণী পেশার মানুষ। শিশু-কিশোর, নারী-পুরুষসহ আবাল বৃদ্ধ বণিতা।  

বুধবার রাতে ঘড়ির কাটা বারোটার ঘুর ছুঁতেই ঢল নামে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার ছিল অভিন্ন গন্তব্যস্থল- শহীদ মিনার। সবার মুখে-বুকে প্রত্যয় ছিল- ‘একুশ মানে মাথা নত না করা’। মাইকে ছিল অমর একুশের কালজয়ী গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ...।

বৃহস্পতিবার সকাল থেকেই ভাষা শহীদদের সম্মান জানাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ বেদিতে অর্পণ করেন নানা ফুল। এ সময় নানা বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ফুল দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শহীদ মিনারে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের ঘোষণামঞ্চে ছিলেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল ও বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এ সময় সিনেমা প্যালেস সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, রাইফেল ক্লাব, নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক, নিউমার্কেট, লালদিঘীর পাড় এলাকা সর্বত্রই ছিল লোকে লোকারণ্য। ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই অমর একুশের স্লোগান আর একুশের গান মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শহীদুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশহুদুল কবীর প্রমুখ।      

তাছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আজ সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ, লায়ন্স ক্লাব, সরকারি সিটি কলেজ, খেলাঘর, ধ্রুবতারা স্কুল, শতায়ু অঙ্গন, সংগীত পরিষদ, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজি মুহাম্মদ মহসিন কলেজ, সীতাকুণ্ড সমিতি, ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর, চবি ২৪তম ব্যাচ, উত্তর জেলা বিএনপি, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা, আইন সহায়ক কেন্দ্র, নগর মহিলা আওয়ামী লীগ, অনোমা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর