২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৮

সিভাসুতে শতাধিক প্রজাতির পাখি ও পোষাপ্রাণি নিয়ে মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিভাসুতে শতাধিক প্রজাতির পাখি ও পোষাপ্রাণি নিয়ে মেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দিনব্যাপি চতুর্থবারের মত পোষা পাখি, কবুতর এবং পোষা প্রাণীর মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

মেলায় প্রায় ৮০ প্রজাতির পাঁচ শতাধিক পাখি, টার্কি, খরগোশ, ১০ প্রজাতির ৪৫টি উন্নত জাতের কুকুর, ৫ প্রজাতির ১৬টি বিড়াল, ১০টি বিরল প্রজাতির খরগোশ এবং ১০০ প্রজাতির একুরিয়ামের মাছসহ বিভিন্ন জাতের পোষা প্রাণী প্রদর্শিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো: আবদুল হালিম, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী ও ডা. মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, পোষা পাখি ও প্রাণী পালনকে যারা পেশা হিসেবে নিতে আগ্রহী এ মেলা তাদের জন্য সহায়ক হবে। বিশেষ করে বাণিজ্যিকভাবে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সৌখিন পাখির লিঙ্গ নির্ণয় করতে সক্ষম হওয়ায় মেলা প্রাঙ্গণেই ক্রেতারা স্ত্রী লিঙ্গ ও পুংলিঙ্গ নিশ্চিত হয়ে পাখি ক্রয়ের সুযোগ পাচ্ছে।  

মেলায় প্রদর্শিত পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজেরিগার, কুনোর, লরি, ককাটাইল, কাকাতুয়া, ম্যাকাও, ব্লু-হেডেড ম্যাকাও, কেকালিনা কাকাতুয়া, গ্রে-প্যারট, র‌্যাম্প, ক্রিমসন, ভেলিট কুনোর, রুবিনো, রোজিলা, মিলি রোজেলা, ক্লু-ক্রাউন কুনোর, রেডলরি ও ক্যাটরিন লরি ইত্যাদি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েশন, এনিম্যাল কেয়ার অব চট্টগ্রাম, চট্টগ্রাম হাইফ্লায়ার জোন, এসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান বাংলাদেশ ও বার্ডস এন্ড পেট এনিম্যাল ক্লিনিক্স যৌথভাবে এ মেলার আয়োজন করে।

ম্যাকাও, কাকতুয়া, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির কিচির-মিচির কলকাকলিতে মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে সদলবলে মেলাতে ভিড় করছেন পাখিপ্রেমিরা। ইটপাথরের শহুরে জীবনে একসাথে নানান ধরনের পাখি ও প্রাণী দেখার সুযোগ পেয়ে যারপরনাই খুশি তারা। তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় পাখি বা প্রাণীটির সাথে সেলফি তুলতে ভুল করছেন না কেউই।  

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর