২০ মার্চ, ২০১৯ ২১:০৩

সড়ক দুর্ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সড়ক দুর্ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ

বুকে-পিঠে সড়ক দুর্ঘটনার নামে ‘হত্যার’ প্রতিবাদ। সড়কে লেখা সড়ক দুর্ঘটনার প্রতিবাদী স্লোগান। কখনো সড়কে শুয়ে থেকে, কখনো পঙ্গু সেজে, কখনো মুখে টেপ বেঁধে, কেউ শরীরে কালো প্রতিবাদী রং রাঙিয়ে নানা ভঙ্গিতে করে তুলে ধরেছেন অনিরাপদ সড়কের চিত্র। বাজানো হয় কাল্পনিক মৃত্যু ঘণ্টা।  

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী। বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেন। তারা একযোগে ভুভুজেলা ও ডুগডুগি বাজাতে থাকেন। শিক্ষার্থীরা এর নাম দিয়েছেন ‘মৃত্যু ঘণ্টা’। বিকেল ৫টা পর্যন্ত চলে বক্তব্যহীন এ কর্মসূচি।    

কর্মসূচিতে উপস্থিত চবির শিক্ষার্থী শাহরিয়ার রাফি বলেন, ‘এখন সড়কে কেউ নিরাপদ নয়। তাই আমরা প্রতীকী প্রতিবাদ করতে এমন কর্মসূচির আয়োজন করেছি। আজ এমন অবস্থা হয়েছে যে, সড়কে কেউ নিরাপদ নয়। কারো স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। জীবনের তাগিদে সবাইকে পথ চলতে হয়। সবার জীবনই যে আজ মৃত্যু ঝুঁকিতে। সেটা ভুভুজেলা ও ডুগডুগির মাধ্যমে মৃত্যু ঘণ্টা বাজিয়ে উপস্থাপন করেছি। আশা করি, আমাদের নীরব প্রতিবাদ সরকারের কাছে পৌঁছবে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর