২১ মার্চ, ২০১৯ ২০:৪৭

হালদা নদী থেকে ১০ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হালদা নদী থেকে ১০ হাজার মিটার জাল জব্দ

উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে আর কিছুদিন পরই পোনা ছাড়বে মা মাছ। কিন্তু পোনা ছাড়ার এই মৌসুমেও বন্ধ হচ্ছে না কারেন্ট জাল দিয়ে মাছ নিধন। 

বৃহস্পতিবারও অবৈধভাবে মা মাছ নিধনকারী ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দুপুরে হাটহাজারী উপজেলার হালদা মুখ এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘যখনই হালদা নদীতে অভিযান পরিচালনা করি, তখনই কারেন্ট জাল জব্দ করা হয়। এত অভিযানের পরও কারেন্ট জাল বসানো বন্ধ হচ্ছে না। মানুষের একটা নৈতিকতা থাকা উচিত। যে মাছের পোনা সারা দেশে যায়, তারা সে মাছ নিধন করে কোন মানসিকতায়।’ তিনি বলেন, ‘সামনে মা মাছ পোনা ছাড়ার মৌসুম। এখন যদি কারেন্ট জাল বসানো হয়, পোনা ছাড়ার ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে।’

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর