২৪ মার্চ, ২০১৯ ১৭:৪৯
বিশ্ব অপটোমেট্রি দিবসের র‌্যালি

দেশে অপটোমেট্রি'র সংখ্যা সীমিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দেশে অপটোমেট্রি'র সংখ্যা সীমিত

বিশ্ব অপটোমেট্রি দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, একজন চিকিৎসকের সঙ্গে একাধিক অপটোমেট্রি থাকার কথা। কিন্তু দেশে এর সংখ্যা একেবারে সীমিত। এদেশে যে পরিমাণ চক্ষু চিকিৎসক আছেন, সেই তুলনায় অপটোমেট্রি নেই বললেই চলে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে অনেক আগ থেকে অপটোমেট্রি গ্রেজুয়েশন ও পিএইচডি কোর্স চালু হয়েছে। এখান থেকে উন্নত শিক্ষার মাধ্যমে অপটোমেট্রিরা সারাদেশসহ বিশ্বে ছড়িয়ে পড়বে, এমনটি  আশাবাদ আমাদের।’

সকালে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও) চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত র‌্যালি উদ্বোধন করেন আইসিও এর পরিচালক ডা. খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক কো অর্ডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, আইসিও’র শিক্ষক অপটোমেট্টি প্রভাষক ও কোর্স কো অর্ডিনেটর জুয়েল দাশগুপ্ত, প্রসাশনিক ও হিসাব কর্মকর্তা জসিম উদ্দিন, জুনিয়র অফিসার মো. সাইফুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। র‌্যালি শেষে হাসপাতালের ক্লাস রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর