২৭ মে, ২০২০ ২১:০০

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সশস্ত্র ওই ডাকাতদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১), মো. শাহেদ (২০)।

আটকদের সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটক ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর