চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সিএমপির হালিশহর থানায় নতুন মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নগর ও জেলায় গ্রেফতার করা হয়েছে ৬৯ জনকে। বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘন্টায় নতুন করে একটি মামলা হয়েছে হালিশহর থানায়। এ নিয়ে মোট মামলা হয়েছে ১৭টি। এছাড়াও গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। মোট গ্রেফতার করা হয়েছে ৪০৮ জনকে।
অন্যদিকে চট্টগ্রাম জেলায় কোটা আন্দোলন ঘিরে নাশকতার কর্মকাণ্ডে অংশগ্রহণ ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় ৩৪ জনকে গ্রেফতার করেছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় সহিংসতায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বিডি প্রতিদিন/এএম