চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুছা (৫৫) নামে একজন নিহত হয়েছে। তিনি নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে। শুক্রবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে টমটমের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল মো. মুছার ছেলে সায়েম। তাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মো. মুছার মৃত্যু হয়। এসময় আহত হয় ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/এএম