চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় মো. জসিম উদ্দিনের ছেলে।
হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ জানান, সাকিব পেশায় গাড়িচালক ছিলেন। রাতে তাদের ঘরে বন্যার পানি ঢুকে গেলে আইপিএসের সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ফতেয়াবাদ ধোপারদীঘির পাড়ে পরিত্যক্ত একটি ভবন থেকে দৌলত শরীফ (৫২) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পূর্ব গড়দুয়ারা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
হাটহাজারী থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত দৌলত শরীফ হাটহাজারী উপজেলা সদরে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতেন। তার লাশ উদ্ধার করার পর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরপরও ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম