চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে বিষাক্ত মদ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চৌধুরীপাড়া গ্রামের আবুল বশর (৪৪) ও দীঘিনামা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮)।
বাড়বকুন্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সোহেল বলেন, আবুল বশর নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করার খবর পেয়ে সকালে আমি জানাজায় উপস্থিত হই। জানাজায় লোকজনের সাথে কথা বলে জানতে পারি বশর ছাড়াও আরও এক ব্যক্তি বিষাক্ত মদ্যপান করে মারা যান। পরিবারের লোকজন তড়িঘড়ি করে কাউকে কিছু না জানিয়ে তাদের কবর দিয়ে ফেলে। এরা খারাপ প্রকৃতির লোক ছিল বসরের নামে একাধিক ডাকাতি ও অপহরণের মামলা রয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই রাজিব পোদ্দার বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্ত করতে যায়। প্রাথমিকভাবে তারা বিষাক্ত মদপানে মারা গেছে বলে আমরা জানতে পারি। তবে এই ঘটনায় কারো পরিবারের পক্ষ থেকে কোন ও অভিযোগ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ