বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর পর্যন্ত দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, আইনের শাসনসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ছাত্র-জনতা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বেই।’
শনিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের এক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দীর্ঘদিনের শোষণ-জুলুম-নির্যাতনের জবাব দিয়েছে ছাত্র-জনতা। অর্থ লুটপাট ও অর্থ পাচারকারী দুর্নীতিবাজ আওয়ামী লীগ পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি।’
এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁঁইয়া, মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহজাহান চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, কক্সবাজার জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, রাঙামাটি জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম ও খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই