চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি এম এ লতিফকে চান্দঁগাও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুটি হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। রবিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির করা হলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন।
এরআগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে কার্যক্রম শেষ করে লতিফকে কারাগার নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হওয়ার ঘটনায় নগরের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম