চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে তিন সবজি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিক্ষার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বহদ্দারহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় নাজিমের সবজির দোকানকে ৫ হাজার, মামুনুর রশীদের সবজির দোকানকে ৫ হাজার এবং কারচুপির মাধ্যমে ক্রয় ভাউচার না রেখে ক্রয় মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রির দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম