চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার একটি ভাড়া বাসা থেকে জান্নাতুল মাওয়া (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চরপাথরঘাটা ৮নং ওয়ার্ডের হাফেজের নতুন বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। জান্নাতুল মাওয়া চন্দনাইশের দোহাজারী ছাগাচর এলাকার ইয়াসিন আরাফাত মোরশেদের স্ত্রী। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কর্ণফুলী থানার ওসি মনির হোসেন বলেন, জান্নাতুল মাওয়া নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাসার জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল