বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল স্থানীয় দেওয়ানবাজার এলাকার বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম জানান, গত ৫ আগস্ট কোতোয়ালি থানা এলাকায় শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করলে সেখানে ফয়সালের নেতৃত্বে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে কয়েকজন আহত হয়। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন একজন ভুক্তভোগীর স্বজন। এটা ছাড়াও ফয়সাল আরো একাধিক মামলার আসামাী। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম