চট্টগ্রামে মো. সাইফুদ্দীন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জেলার রাঙ্গুনীয়া থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, বৃহস্পতিবার রাতে বেতাগী গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে সাইফুদ্দীন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবক বৈদ্যুতিক ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম