চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে মাহবুব হাসান (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে গুরুতর অসুস্থ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন গাজী আহমেদ বিন সায়েম নামে আরেক পর্যটক। শুক্রবার এ ঘটনা ঘটেছে।
মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, ঢাকা থেকে ছয়জনের একটি টিম খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসেছিলেন। ঝরনায় উঠার সময় মাহবুব ও আহমেদ বিন সায়েমের মাথায় পাহাড় থেকে পাথর পড়ে। ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। এসময় অপরজন পানিতে ২০ মিনিটের মতো ডুবে ছিল। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এএম