চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি নেতা কবির আহমদ সওদাগরকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাসির উদ্দিন (৩৮) ও মোস্তাফিজুর রহমান সোহেল (৩২)। তারা দুইজনই এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার দিবাগত রাতে বারইয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। কবির আহমদ উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটে কবির আহমদের মালিকানাধীন দোকান ভাড়াকে কেন্দ্র করে স্থানীয় নাসির উদ্দিন ও কামাল উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জনের একটি সশস্ত্র গ্রুপ কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার রাতে তার ছেলে দিদারুল আলম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ