ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাস চাপায় নুরুল আলম (৭৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরসরাই পৌর সদরের মীর সাহেবের মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলম সীতাকুন্ড উপজেলার উত্তর ইদিলপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় রসুল আহমেদ (৩১) সাগর (২৫) ও আশীষ কুমার দে (২৭) নামের আরো তিনজন আহত হয়েছেন।
জোরারগঞ্জ থানার এস আই নাছির উদ্দিন জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল, একটি নছিমন গাড়ি ও সিএনজি অটোরিক্সকে টেনে হিঁছড়ে প্রায় ৫০ ফুট সামনে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে রসুল আহমেদের হাত ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাগর ও আশিষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ