চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সুকুমার দাস (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় বাড়ির পুকুরপাড়ে আমলকি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুকুমার ওই এলাকায় নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সুকুমার দাস মন্দিরের দেখাশোনা করতেন। সোমবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। রিপোর্ট পেলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম