চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল (২৯) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মুহুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল গুমানমর্দন ইউনিয়নের মৃত ইছহাক মিয়ার পুত্র। তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। ১৫ দিন আগে ছুটি কাটাতে বাড়িতে আসেন।
নিহত জুয়েলের স্বজন মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল সালাম জানান, রবিবার রাতে জুয়েল তার এক আত্মীয়কে মোটরসাইকেলে করে নাজিরহাট মহাসড়কের মুহুরীহাট বাজারে নামিয়ে দিতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আগামী ১৯ অক্টোবর তিনি প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিলো।
বিডি প্রতিদিন/এএম