চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া উপজেলা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি বন্য হাতি আহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার ছেড়ে আসা একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা হাতিটিকে উদ্ধার করে ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিকিৎসার জন্য পাঠিয়েছি। হাতিটির পেছনের একটি পা ভেঙ্গে গেছে। মাথায় আঘাত পেয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সাফারি পার্কে হাতিটির চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এএম