বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৭০ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন কাউসার মাহমুদ নামের এক শিক্ষার্থী। রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত কাউসার চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তিনি পরিবারের সাথে চট্টগ্রাম কমার্স কলেজ সড়কে থাকতেন।
রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ৪ আগষ্ট সংঘর্ষে আহত হন কাউসার। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ জানান, সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কাউসারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর লাশ চট্টগ্রামে এনে এশার নামাজের পর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম কমার্স কলেজের মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় আব্দুর রহমান মাতব্বর জামে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক