চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মোরশেদ আলম (২৮) নামে সিএনজি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান জানান, বৃহস্পতিবার মোহরা কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন শাহ পরান পুষ্প বিতানের সামনে রাস্তার উপর থেকে সিএনজি চালক আব্দুল্লাহ আল মামুনের সিএনজি অটোরিকশা চুরি হয়।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার পর সন্ধ্যায় কালুরঘাট ফেরিঘাট এলাকা থেকে চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক