২৪ অক্টোবর, ২০১৫ ১০:০৮

তাজিয়া মিছিলে বোমা, আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

তাজিয়া মিছিলে বোমা, আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন

পুরান ঢাকায় হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক মানুষের চিকিৎসায় রক্তের অভাব দেখা দিয়েছে। চিকিৎসকদের দাবি, এখন পর্যন্ত ১৫ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। আরো প্রায় ৫০ ব্যাগের মতো রক্তের দরকার।

আহতদের স্বজনদের দাবি, ঘটনার খবর পেয়ে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও গুলশান থেকে শিয়া সম্প্রদায়ের একাধিক লোক রক্ত দিতে হাসপাতালে ছুটে এসেছেন। কিন্তু রক্ত নেওয়ার মতো যথেষ্ট লোক নেই।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর রক্তের দরকার রয়েছে। প্রথমে রক্তই পাওয়া যায়নি। পরে একেবারে অনেক লোক ছুটে আসায় রক্ত নিতে হিমশিম খেতে হয়। তাছাড়া রাতের শিফটে ডাক্তার কম থাকেন।

প্রসঙ্গত, শনিবার রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সানজু নামের একজন মারা গেছেন। শতাধিক লোক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতের মধ্যে নারী ও শিশুসহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর