২৫ অক্টোবর, ২০১৫ ১৫:২৪

চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো শেডে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো শেডে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো শেডের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র অফিসের ড্রয়ার ভেঙে ১০ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত কোন এক সময় চুরির এ ঘটনা ঘটে। শনিবার সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি নজরে আসে কতৃপক্ষের।

নগর পুলিশের সহকারি কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম বলেন, দুর্গাপূজার কারণে বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় বুধবার কর্মদিবসে লেনদেনের টাকা কার্গো শেডের ব্যবস্থাপকের ড্রয়ারে রাখা ছিল। বৃহস্পতিবার ও শুক্রবার কার্গো শেডের সব কার্যক্রম বন্ধ থাকার তা কারোর নজরে আসেনি চুরির বিষয়টি। শনিবার সকালে কর্মকর্তারা অফিসে আসার পর ড্রয়ার ভেঙে টাকা চুরির বিষয়টি ধরা পড়ে। তবে বিমান বন্দরের মত সংরক্ষিত এলাকায় কীভাবে টাকা চুরির ঘটনা ঘটেছে সেটি তদন্ত করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘটনার পরিপাশ্ববিকতা দেখে মনে হচ্ছে কার্গো শেডের সংশ্লিষ্ট কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। অফিসের কারো সংশ্লিষ্টতা ছাড়া এমন চুরি সংগঠিত করা অসম্ভব।’


বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর