২৫ অক্টোবর, ২০১৫ ২২:২৯

'পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ'

অনলাইন ডেস্ক

'পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ'

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ‘যারা অর্থনীতি আর রাজনীতিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে তাজিয়া মিছিলের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে। সকল খাতে আশপাশের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং সামাজিকভাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের জন্যও পুরস্কার পাচ্ছে দেশ।’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বিকেলে নবম আন্তর্জাতিক উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আশুরার মিছিলে একজনকে মেরে, পঞ্চাশ-ষাটজনকে আহত করা হয়েছে। দুই বিদেশীকে মারা হয়েছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, তারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।’

বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর