২৬ অক্টোবর, ২০১৫ ১০:৩০

খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

অনলাইন ডেস্ক

খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

খুলনা প্রেসক্লাবে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ স্মৃতি ভাস্কর্য। এর মধ্য দিয়ে দেশের কোনো প্রেস ক্লাবে নির্মিত হচ্ছে জাতির জনকের কোনো ভাস্কর্য।
চলতি বছরের শুরুতেই ভাস্কর্যটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে খুলনা প্রেসক্লাব। ইতোমধ্যে ভাস্কর্যের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নভেম্বরের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।  ভাস্কর্যটি নির্মাণ করছেন শিল্পী প্রশান্ত দাশ ও শিল্পী সুকুমার বাগচী।
 
ইতোমধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা।


খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বলেন, 'বাংলাদেশের কোনো প্রেসক্লাবে এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হয়নি। খুলনা প্রেসক্লাবে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। নভেম্বর মাসের মধ্যে ভাস্কর্যের নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর