১৭ নভেম্বর, ২০১৫ ১৬:৫৫

রাজশাহীতে ইউপি তথ্যকেন্দ্রে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে ইউপি তথ্যকেন্দ্রে হামলা, আহত ২

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, দুপুরে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের সিংড়াকান্দী গ্রামের নুরুল হক তার ভাতিজা বাদলকে ছাগল দিয়ে জমির কালাই খাওয়ানোর অভিযোগে গালাগাল করেন। এ নিয়ে বাদলও তার চাচার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বাদল ও তার বাবা আজিজুল হক ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে গেলে নুরুল হকের ছেলে সাঈদ ও জলিলের ছেলে শরীফ লোহার রড এবং বাঁশের লাঠি নিয়ে তথ্যকেন্দ্রের ভেতরে ঢোকে। এক পর্যায়ে তারা অতর্কিতভাবে বাদল ও তার বাবা আজিজুলের ওপর হামলা চালায়।

বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর