শিরোনাম
১৭ নভেম্বর, ২০১৫ ১৭:৫১

'আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হচ্ছে'

অনলাইন ডেস্ক

'আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হচ্ছে'

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগুন সন্ত্রাস করে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচারে সরকার বন্ধপরিকর। তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মো. আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত হয়। আগুন সন্ত্রাসে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির করা অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কমিয়ে আনা হয়েছে। বর্তমানে সক্রিয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে একটি।
 
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর