২৫ নভেম্বর, ২০১৫ ১৭:৪৯

বাসে ডাব কিনে খেয়ে মৃত্যু

অনলাইন ডেস্ক

বাসে ডাব কিনে খেয়ে মৃত্যু

রাজধানীতে বাসে হকারের কাছ থেকে ডাব কিনে খেয়ে হাজী মহসিন আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে! মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মহসিন আলী বাড্ডা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বওড়া গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, মঙ্গলবার রাত ১০টায় মহসিন আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়।

মহসিন আলীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাজী মহসিন মিরপুর থেকে অলীক পরিবহনযোগে বাড্ডায় আসছিলেন। এ সময় তিনি বাসে বসে হকারের কাছ থেকে একটি ডাব কিনে খান। এর কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়েন। বাসটি বাড্ডায় পৌঁছলে অন্য যাত্রীরা তাকে ঘুম মনে করে জাগানোর চেষ্টা করেন। এ সময় তিনি শুধু তার বাসার ঠিকানাটা কোনো রকমে বলতে পারেন। তখন কয়েকজন বাসযাত্রী তাকে বাসায় পৌঁছে দেন। এরপর রাত ১০টার দিকে তার পরিবারের সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ওসি জানান, ডাবের পানি খেয়ে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। হাজী মহসিনের লাশ মর্গে রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর