২৫ নভেম্বর, ২০১৫ ১৭:৫৮

ফোবানার নামে ভিসা প্রতারণা রোধে সহযোগীতার আহবান

নিজস্ব প্রতিবেদক

ফোবানার নামে ভিসা প্রতারণা রোধে সহযোগীতার আহবান

যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেয়ার কথা বলে ফোবানার নাম ভাঙ্গিয়ে যদি কেউ প্রতারণা করেন তবে তাদের আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়ার আহবান জানিয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার (ফোবানা) নির্বাহী সচিব আজাদুল হক।

আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান।

তিনি বলেন, ফোবানার নামে ভিসা জালিয়াতি রোধে আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ঢাকায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের সরকারের সাথে একযোগে কাজ করছি। গত তিন বছরে আমরা এই প্রতারণা কমিয়ে এনেছি। আমরা চাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফোবানার নাম ভাঙ্গিয়ে যেনো কারো সাথে প্রতারণা করতে না পারে। কেউ যাতে ফোবানার নাম ভাঙ্গিয়ে বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট করতে না পারে।

এসময় ফোবানার ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলমগীর বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার একমাত্র কতৃপক্ষ হচ্ছে ঢাকায় নিযুক্ত আমেরিকার দূতাবাস। ফোবানা কাউকে ভিসা দেয়না। তারা ভিসা জালিয়াতিরোধে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।

এসময় তারা বলেন, আগামী বছরের ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। বরাবরের মতো আসন্ন সম্মেলনেও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যোগ দেবে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী অনেকেই যাবেন। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী সংশ্লিষ্ট সবাইকে ফোবানার ওয়েবসাইট www.fobanaonline.com ভিজিট করার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারী আজাদুল হক, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, ট্রেজারার শাহ হালিম, বিজনেস কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. জয়নাল আবেদীন,  হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি নুরুল আমিন নুরু।

এসময় আরো উপস্থিত ছিলেন ফোবানার বাংলাদেশ লিয়াজো কমিটির সদস্য আনিসুল কবির জসির, মাহফুজুর রহমান পলাশ, সিফফাত শাহরিয়ার, মিডিয়া কমিটির সদস্য আনোয়ারুল করিম রাজু, ওমর আলী এবং ওয়াশিংটন প্রবাসী কয়েকজন কমিউনিটি লিডার।

বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন/ জুলকার নাইন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর