২৫ নভেম্বর, ২০১৫ ২২:২১

'সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে'

অনলাইন ডেস্ক

'সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে দেশকে একটি উগ্র সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধানের ধর্মনিরপেক্ষার ধারা পরিবর্তন করেছে। যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগ করে দিয়েছে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্ম পালনে সমান সুযোগ তৈরি করে দিয়ে দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিন্তু একটি বিশেষ মহল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের চেষ্টা করছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে।’

আজ বুধবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ‘কঠিন চীবর দানোৎসব-২০১৫’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা হলো সকলে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষেই কাজ করে যাচ্ছেন। দেশে যাতে কেউ সাম্প্রদায়িকতার বীজ রোপন করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর